• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মুমিনুলের সেঞ্চুরিতে এইচপি দলকে বড় রানের চ্যালেঞ্জ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৩:১২ পিএম
মুমিনুলের সেঞ্চুরিতে এইচপি দলকে বড় রানের চ্যালেঞ্জ 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি এইচপি দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচে বড় রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সেঞ্🏅চুরি করেছেন অধিনায়ক মুমিনুল হক। এছাড়া মুশফিকুর রহিমের ঝড়ো ফিফটিতে ৩২২ রানের বিশাল রানের সংগ্রহ পেয়েছে ‘এ’ দল। 

প্রথমে ব্যাট করতে নেমে দুই অপেনার নাজমুল হোসেন শান্ত ও মুমিনুলের ব্যাটে দুর্দান্ত শুরু পায় ‘এ’ দল। ৬৭ রান করে আউট হন শান্ত। আরেক♕ অপেনার মুমিনুল হক এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে শতরান তুলে নেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৮ রান। এ রান করতে ২টি ছক্কার সঙ্গে ১১টি চার হাকিয়েছেন তিনি। 

তিন নম্বরে ব্যাট করতে নেমে আ🦄গের ম্যাচের মতো এ ম্যাচেও ফিফটি করেন মুশফিক। ৫৩ বলে ৬২ রান করেন দেশসে🅰রা এই ব্যাটসম্যান।

এছাড়𝔉া ১৬ ব🐟লে ২৫ রান করেন মোহাম্মদ মিঠুন। ১০ বলে ১৩ রান আসে মোসাদ্দেকের ব্যাট থেকে। 

বিসিবি এইচপি দলের হয়ে চার উইকেট নিয়েছেন রাজা। নির্ধারিত ১০ ওভারে ৪২ রান দিয়েছেন তিনিᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ। এছাড়া আমিনুল ও সুমনের শিকার একটি করে উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):
বাংলাদেশ ‘এ’ দল ৩২২/৭ (৫০), মুমিনুল ১২৮, শান্ত ৬৭, মুশফিক ৬২, ইমরুল ০𝕴, মিঠুন ২৫, মোসাদ্দেক ১৮, শুক্কুর ১০*, নাইম ৩, রাব্বি ১*; রুয়েল ১ಞ০-০-৭৫-১, রাজা ১০-০-৪২-৪, আমিনুল ৭-০-৪৩-১, সুমন ১০-০-৫৮-১।

Link copied!